HTML- Hypertext Markup Language
মূলত একটা ওয়েবসাইট এর কাঠামো গঠনের জন্য এইটা ব্যবহার করা হয়। এইটা শিখা খুব একটা কঠিন নাহ ১০ দিন সময় দিয়া ব্যাসিক বুঝে ছোট দুই একটা প্রজেক্ট করলেই আপনি এইটা সম্পুর্ণ বুঝতে পারবেন, তারপর কাজ করতে করতে একাই সব মুখস্থ হবে আপনার অজান্তেই। তবে প্রথমে আপনাকে Margin, padding, border, row column, top bottom, left right, tag- html, body, paragraph, bold, italic, underline etc সহজ ট্যাগ গুলান মুখস্থ করা লাগবে। এরপরে আরো ৩০/৪০টা ট্যাগ মুখস্থ না করলেও ছোট খাটো প্রজেক্ট করলেই সব শিখে যাবেন।
CSS- Cascading Styles Sheets
এইটার কাজ হলো আপনার তৈরী করা কাঠামো কে সুন্দর করা। যেমন আপনি একটা ত্রিভুজ বা চতুর্ভুজ অংকন করেছেন সেইটা শুধু একটা html এর বডি বা চিত্র এইটাকে কোনো কালার করতে হলে আপনাকে css ব্যবহার করতে হবে। তোহ একটা অয়েবসাইটে সকল রঙিন বা সুন্দর ডিজাইন গুলো css দিয়ে করা।
কিভাবে সহজেই শিখবেনঃ
এইসব কাজ গণিত বা ইংরেজি গ্রামার এর মতো, আপনি সারাদিন লেকচার শুনে একবারো যদি সেইটা হাতে কলমে না করেন তাহলে বুঝবেন তবে সাময়িক পরে ভুলে যাবেন, তাই ভালো টিউটোরিয়াল ১০০টা দেখেও যদি পাশাপাশি কাজ করেন কোনোই লাভ হবে নাহ, একটা কোড শিখলেও সেইটা লিখে অনুশীলন করতে হবে। ব্যাসিক অবস্থাই আমি সাজেশন করতে চাই- ইউটিউব এ আইটি বাড়ি এর ফ্রি ভিডিও দেখে বুঝে, http://w3school.com এর থেকে সব কোডের সোর্সকোড নিয়া ব্যবহার করতে পারেন। প্রতিদিন অন্তত ২ ঘন্টা পুরা সময় দিলে ১০দিনেই আপনি সব বুঝে যাবেন এই সম্পর্কে। এর পরে বেশু জানার জন্য আপনি সুচিপত্র হিসাবে w3school কে ফলো করবেন, আর প্রত্যেক পরবর্তী ট্যাগ বা অনুশীলন গুলো এক এক করে গুগল করবেন তাহলে একদম বিস্তারিত ভাবে জানতে পারবেন।
إرسال تعليق