ডাটা এট্রির কাজের জন্য প্রথমে আপনাকে অবশ্যই টাইপিং এ দক্ষ হতে হবে, ডাটা এট্রির কাজের জন্য আপনার অবশ্যই অল্প সময়ে দ্রুত গতিতে নির্ভুল শব্দ টাইপ করার মত দক্ষতা থাকতে হবে।মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ব্যাপারে ধারনা থাকতে হবে।আরেকটি বড় বিষয় হলো আপনি কোথায় বা কোন সাইটে ডাটা এন্ট্রি করছেন।
ডাটা এন্ট্রিতে সাধারনত নিচের কাজগুলো করা যায়ঃ
০১. লোকাল বিজনেসের তথ্য প্রদান।
০২. ওয়েবসাইট থেকে ডাটা সংগ্রহ করা।
০৩. অডিও ট্রান্সক্রিপশন।
০৪. ডকুমেন্ট কনভারশন।
০৫. ক্ল্যাসিফাইড অ্যাড লিস্টিং।
০৬. ক্যাপচা (Captcha) এন্ট্রি।
তবে এর বাহিরেও একজন ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটারের আরো অনেক ধরনের বেসিক কাজ করে থাকেন যেমনঃ
- অনলাইন রিসার্চ করে কোন তথ্য উপাত্ত বের করে তা রিপোর্ট আকারে রেডি করা
- ভার্চুয়াল আসিস্টান্ট হিসেবে কাওকে হেল্প করা
- এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট প্রেসেন্টেশন রেডি করা
- কোন ওয়েব সাইট এ ডাটা আপলোড করা
- ইমেইল সেন্ড করা ও ইমেইল থেকে ডাটা সংগ্রহ করা
- কোন এলাকার বিভিন্ন তথ্য সংগ্রহ করা
- কোন কোম্পানির অথবা কোন প্রতিষ্ঠানের সকল লোকজন এর ইমেইল এড্রেস খুঁজে বের করা
- অনলাইন এ ডাটা এন্ট্রি করা কোন সিস্টেম এ
- কোন রিপোর্ট থেকে ডাটা কালেক্ট করে নতুন রিপোর্ট রেডি করা
- অনলাইন থেকে ছবি কালেক্ট করা
এই কাজ গুলিই একজন ডাটা এন্ট্রি অপারেটর কে করতে হয় বেশির ভাগ সময় ।
আপনি যেসব সাইটের মাধ্যমে ডাটা এট্রির কাজ করতেঃ
১)আপ ওয়ার্ক
২)ফাইভার
৩)স্মার্ট ক্রাউড
৪ গেট এ ফ্রি ল্যান্সার
إرسال تعليق