আপনি সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট নিয়ে আনাগোর আগে আগে নিচের অপশন গুরো ভালোভাবে পড়ুন একটা সেক্টর সিলেক্ট করুন আপনি কোন সেক্টরে আগাতে চান।
- আপনি সিকিউরিটি টেস্টিং করতে পারবেন? বাংলা/ইংরেজিতে যাকে বলে পেনেট্রেশান টেস্টার/এথিক্যাল হ্যাকার।
- আপনি সিকিউরিটি রেসপন্ডার হতে পারবেন? মানে লাইভ হ্যাকিং কেউ করছে, সেটা থেকে আপনার কোম্পানিকে প্রটেক্ট করতে পারবেন? বাংলা/ইংরেজিতে যাকে বলে ইন্সিডেন্ট রেসপন্স কিংবা সিকিউরিটি মনিটরিং অ্যানালিস্ট ।
- আপনি যদি ল অ্যান্ড অর্ডার পছন্দ করেন? সাইবার ল পড়তে পারেন, কিংবা হাতে কলমে কাজ করতে হলে সাইবার ফরেন্সিক স্পেশিয়ালিস্ট আপনার জন্য
- আপনি যদি রিস্ক অ্যান্ড কনট্রোল পছন্দ করেন? এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড? চলে আসুন সিকিউরিটি অডিট করতে
- আপনি কি বিগ থিঙ্কার? জানুন সিকিউরিটি স্ট্রাটেজি অ্যান্ড আর্কিটেকচার
- ইঞ্জিনিয়ারিং পড়েছেন এবং সেখানে থেকেও সাইবার পছন্দ? হয়ে যান সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। সিস্টেম অ্যানালাইসিস, ইমপ্লিমেন্টেশান, সিকিওর সিস্টেম ডিজাইন - এসব আপনারই জন্য
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছেন? আবার সাইবারের দিকেও ঝোঁক? দেরি করবেন না, অ্যাপ্লিকেশান সিকিউরিটি ফিল্ডটা কাঁদছে
- তাত্ত্বিক মানুষ? ম্যাথস এ খুব ভালো? পড়ুন ক্রিপ্টোগ্রাফি, প্রোটোকল ডিজাইন
- আর বাকি রইলো সিকিউরিটি ম্যানেজার বা চীফ ইনফরমেশান সিকিউরিটি অফিসার। এগুলো হতে হলে ওপরের যে কোনও একটি বিষয়ে টপ ক্লাস বিশেষজ্ঞ হতে হবে। থাকতে হবে ১০-১৫ বছরের অভিজ্ঞতা, কমিউনিকেশান স্কিলস, পারসুয়েশান স্কিলস, ক্রিয়েটিভিটি, প্রব্লেম সল্ভিং মেন্টালিটি।
তাহলে বসে আছেন কেন? শুরু করে দিন সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশুনা
ধাপে ধাপে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়া জন্য নিম্নোক্ত ধাপসমহ অনুসরণ করা যেতে পারে,
- সিকিউরিটি ইনফরমেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে সমক্ষ জ্ঞান থাকতে হবে
- যেকোনো সিস্টেম, সফটওয়্যার ও ওয়েবসাইটের ভালনারেবিলিটি ও পেনিট্রেশন টেস্টিং সম্পর্কে গভীরভাবে জানতে হবে
- ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার সম্পর্কে জ্ঞান থাকতে হবে
- সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এবং পাইথনে যথেষ্ট দক্ষতা ও প্রোগ্রামিংয়ে অভিজ্ঞ হতে হবে।
- ইথিক্যাল হ্যাকিং, কোড ডিবাগিং, ক্রিপ্টোগ্রাফি এবং থ্রেড মডেলিং সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে
- প্রক্সি সার্ভার, ভিপিএন, প্যাকেট শিফটার ও ওয়ারলেস নেটওয়ার্ক সম্পর্কে ধারণা থাকতে হবে
- ল্যান, প্যান, ম্যান ও আইপি, টিসিপি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে
সাইবার সিকিউরিটি শিখতে নিচের অনলাইন ফ্রি কোর্সে গুলো দেখতে পারেন
- Free Cyber Security Training and Career Development
- Cyber Security MOOCs | Study for Free
- Cyber Security - Online Course
- Cyber Security for Beginners - learn how to protect yourself from imminent cyber threats
তাছাড়া নিচের বইটা পড়ে দেখুন
إرسال تعليق