হ্যাকার হতে আপনাকে যে সব জিনিস শিখতেই হবে

Hacker

প্রফেশনাল হ্যাকার হতে, একদম খুটিনাটি থেকে শুরু করুন। কষ্ট করতে দ্বিধা করবেন না।

হ্যাকার হতে হলে জানার বিষয় শিখুন:-

  • LINUX/UNIX সম্পর্কে ক্লিয়ার জ্ঞান থাকা চাই।
  • ২-৩ টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকা দরকার [Python, C]।
  • নিজেকে হাইড করার পদ্ধতি জানতে হবে - VPN, VirtualBox এর সঠিক ব্যবহার।
  • ডাটাবেজ সম্পর্কে জ্ঞান।
  • নেটওয়ার্কিং সম্পর্কে জানা জরুরী।
  • Encryption & Decrepition
  • Critical Thinking
  • Computer Algorithm

হ্যাকিংকে পেশা হিসেবে নিতে হলে, এগুলো শেখার মাধ্যমে শুরু করুন। প্রতিনিয়ত নতুন কিছু try করুন।

Post a Comment

أحدث أقدم