কোনো টাকা ইনভেস্ট না করে দৈনিক ৫০০ টাকা আয় করার উপায়

কোনো টাকা ইনভেস্ট না করেও দৈনিক ৫০০ টাকা আয় করা যায়। কিন্তু কথা হচ্ছে আপনাকে লজ্জাহীন হতে হবে।

আপনাকে যদি এখন বলা হয় ২০০ টাকার কাঁচা বাদাম কিনে বাসায় ভেজে সেটা স্কুলের গেটে গিয়ে বিক্রি করতে হবে, আপনি পারবেন? আপনার সম্মানে যদি আঘাত লাগে তাহলে আপনাকে দিয়ে হবে না। আগে আপনার নিজের দিকে তাকান, তারপর সিদ্ধান্ত নিন।

আমি আপনার সাথে কয়েকটি আইডিয়া শেয়ার করি, আপনার বা কোরা পাঠকদের কাজে লাগতেও পারে।

earning

১. সবজি হাতবদল করাঃ গ্রাম থেকে কম টাকায় সবজি কিনে সেটা কিছুটা পরিবহন খরচ বহন করে শহরে নিয়ে এসে বিক্রি করলে অনেক বেশি লাভ করা যায়। আমাদের বাসা থেকে যে সবজি কিনে নিয়ে যায় সে আমার কাছ থেকে ৪০০ টাকা মন দরে পেপে কিনে নিয়ে ১০০০ বা ১২০০ টাকা দরে শহরে বিক্রি করে। একবার ভাবুন আমরা এখনও কেন বসে আছি?

২. ফুসকার দোকান

৩. ঝালমুড়ি বা পপকর্ন বিক্রি

আপনি একটা জিনিস মনে রাখবেন, ছোট ব্যবসায় লাভ বেশি। আশেপাশে তাকান, দেখেন কোন ব্যবসা আপনি করতে পারেন, কোনটি আপনার জন্য উপযুক্ত। আপনি ছোটোখাটো কোনো একটি কাজ থেকে শুরু করুন। সেখান থেকে টাকা জমিয়ে বড় কিছু শুরু করুন। তাতে দুইটা লাভ, আপনার একটা বড় ব্যবসা হচ্ছে এবং ততদিনে আপনি ব্যবসার সবকিছু শিখে গেলেন।

শুরু করার জন্য টাকার সমস্যা হলে প্রয়োজনে দিনমজুরি করে টাকা আয় করে তা দিয়ে শুরু করুন। তবে আপনাকে অনুরোধ, হারামের দিকে যাবেন না। বাজি বা জুয়ার দিকে গেলে সব হারাবেন।

Post a Comment

أحدث أقدم