How to make money from home

আমরা অনকে রয়েছে online এ ইনকামের জন্য মরিয়া, কিন্তু তারা ভুল পন্থ অবলম্বন করে লক্ষ লক্ষ টাকা ইনকামের লোভে প্রতারণার শিকার হচ্ছে। তাই আজ আমি আপনাকে ইনকামের সঠিক পথ দেখাবো যেগুলো সাহায্যে আপনি সত্যিকারের ইনকাম করা যায় , তাই কীভাবে অনলাইন কাজ করে বাড়িতে বসে ইনকাম করবেন (how to make money from home) এই বিষয়ে আমরা আলোচনা করবো, যাতে আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করে।

অনলাইনে থেকে ইনকাম করার জন আপাকে অত্যন্ত ধর্যশীল হতে হবে। আপনি হুট্ করে অনলাইনে কাজ শুরু করলেন দুই মাস পরে ভালো ভাবে results পেলেনা, তাই কাজ করা বন্ধ করে দিলেন তাহলে চলবে না। আপনাকে প্রায় 6-8 মাস ধরে আপনাকে মন দিয়ে কাজ করতে হবে তবেই আপনি অবশ্যই results পাবেন। এটা আমার গ্যারিন্টি রইলো আপনাকে। চলুন এবার এক এক করে online earning process গুলো সমন্ধে আলোচনা করা যাক—

make money


  • Freelancing: Online income এর কথা উঠলে সবার আগে যে শব্দটি উচ্চারিত হয় সেটি হলো ফ্রীল্যান্সিং (Freelancing) . এটি অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। বর্তমানে এই ফ্রীল্যান্সিং-এর মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ ঘরে বসে কাজ করছে। এই মাধ্যমটিকে আরো জনপ্রিয় করে তোলার জন্য সরকারি ও বেসকারি বিভিন্ন সংস্থা কোর্স ও ট্রেনিং এর ব্যবস্থাও করছে। ফ্রীল্যান্সিং সাধারণত চাকরির মতো। বিদেশের বিভিন্ন রকমের কোম্পনি তাদের কাজ করিয়ে নেয়ার জন্য লোক খোঁজে।আপনি যদি ওই কোম্পনির কাজ ভালো ভাবে করে দেন তাহলে কোম্পানি আপনাকে আপনার পরিশ্রমের মজুরি দেবে US ডলারে। আপনার এবং কোম্পানির সঙ্গে সংযোগ ঘটায় Upwork, Fiverr, Freelancer এর মত কিছু মিডিয়াম বা মাধ্যম। 
  • Blogging: ফ্রীল্যান্সিংহচ্ছে অন্যের অধীনে কাজ করা। আপনি যদি অন্যের অধীনে কাজ না করে নিজে কিছু করতে চান তাহলে ভালো একটি অপশন হলো নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি। আপনি Blogr বা Wrodpress থেকে ওয়েবসাইট বানিয়ে আপনার যে বিষয়ের উপর জ্ঞান রয়েছে সেই সমন্ধে Bloging (লিখালিখি) করতে পারেন। আপনার ওয়েবসাইটে যখন ভালোমতো visitor আসবে Google Adsence বা Affiliate marketing করে ইনকাম করতে পারেন। 
  • Affiliate Marketing: Affiliate marketing হচ্ছে এমন একটা মার্কেটিং যেখানে আপনি কোনো কোম্পানির products আপনার Affiliate link দ্বারা বিক্রি করলে আপনি সেই products এর উপর কমিশন পাবেন। affiliate commision বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের হয়। এই Affiliate marketing আপনি Bloging, Youtube, Socialmidia ইত্যাদির মাধ্যমে করতে পারেন।
  • Youtube: যারা লিখা-লিখি ভালোবাসেন তাদের জন্য Online Income এর ‘Youtube‘ বেস্ট। আপনি একটি Youtube চ্যানেল আপনার যে বিষয় সমন্ধে ভালো জ্ঞান রয়েছে সেই বিষয়ে ভালো করে রেগুলার পোস্ট করে ইউটুবিং করতে পারেন। আপনার চ্যানেলে যখন ভালো মতো views আসবে এবং সাবস্ক্রাইবার হবে তখন আপনার চ্যানেল মনিটাইজ করে Google Adsence দ্বারা ads দেখিয়ে ইনকাম করতে পারেন। এছাড়াও Affiliate marketing এবং Sponsorship এর মাধ্যমে এক্সট্রা ইনকাম করতে পারেন।
  • Sponsorship: Sponsorship হলো এমন একটা earning process সেখানে যেকোনো কোম্পানি নিজের products বা apps বা website promot করার জন্য আপনাকে প্রস্তাব টাকা দেয়ার জন্য। এই Sponsorship এর মাধ্যমে ভালো মতো ইনকাম করা যায়।
  • Web design: অনলাইন কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুতুপূণ কাজ হচ্ছে Web design . আয়ের পরিমান তুলুনামূলক ভাবে বহুগুন বেশি। এক একটি প্রজেক্ট পিছু 20,000-1,00000 টাকা ইনকামের সুযোগ। Web design এর জন্য আপনাকে ভালোমতো Coding এবং Desing জানতে হবে। বর্তমানে যেকোনো কোম্পানি business খোলার জন্য Web Desinar নিয়ে ওয়েবসাইট বানাচ্ছে।

পরবর্তীতে এই বিষয় (how to make money from home) সমন্ধে একটি একটি করে বিস্তারিত আলোচনা করা হবে ।

Post a Comment

أحدث أقدم