খুবই সহজ ৫ টি ধাপে আপনি আপনার ব্রাউজারে এই অপশনটি চালু করতে পারবেন । চলুন শুরু করি ।
১ । আপনার ব্রাউজারের ডান দিকের উপরে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করুন । নিচের ছবিটির মত দেখুন ।
২। এবার Settings নামের অপশনে ক্লিক করুন । নিচের পিকচারটি দেখুন ।
৩। এবার সবার নিচের দিকে থাকা Advance অপশনে ক্লিক করুন । দেখুন নিচের পিকচারটি ।
৪। এবার Site Settings এ ক্লিক করে pop-up & re directs অপশনে যান
৫। শেষ ধাপ । এবার নিচের মত করে একটিভ করে দিন ।
ব্যাস হয়ে গেলো পপ-আপ একটিভ করা । পূর্বের পেজে ফেরত যেতে এখানে ক্লিক করুন