অর্থ উত্তোলনের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টঃ Payza (AleartPay)


ইন্টারনেটে অর্জিত অর্থ উত্তোলনের অন্যতম মাধ্যম হল পায়যা (এল্যার্ট-পে)-এর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট। বাংলাদেশীরা বর্তমানে ইন্টারনেটে অর্জিত অর্থ পায়যা (এল্যার্ট-পে)-এর মাধ্যমে খুব সহজেই উত্তোলন করতে পারেন। পায়যার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ১-৫০০ ডলার উত্তোলন করলে চার্জ কাটবে ৫ ডলার এবং ৫০১-১০০০ ডলার উত্তোলন করলে চার্জ কাটবে ১০ ডলার। উত্তোলনকৃত এই অর্থ ২-৭ দিনের মধ্যে পায়যা দ্বারা অনুমোদিত বাংলাদেশের যেকোনো ব্যাংক থেকে উঠানো যাবে।

 Payza (AleartPay)-তে  অ্যাকাউন্ট খোলার পদ্ধতিঃ

ধাপ-১:  পায়যা (এল্যার্ট-পে)-তে  অ্যাকাউন্ট খুলতে হলে এখানে ক্লিক করুন। 

ধাপ-২: ওয়েবসাইটটি  খুললে তার উপরে ডান দিকের Sing Up লিখাটিতে ক্লিক করুন।


ধাপ-৩: এখন Select your country তে আপনার দেশ (Country) নির্বাচন করুন।

ধাপ-৪: Personal Pro এর Select  লেখাটিতে ক্লিক করুন।

ধাপ-৫: এবার Personal Information এর যে ফরমটি আসবে তা যথাযথ ভাবে পূরণ করে  Next Step লেখাটিতে ক্লিক করুন।

ধাপ-৬: আবার Account Information এর যে ফরমটি আসবে তা যথাযথ ভাবে পূরণ করে  Final Step লেখাটিতে ক্লিক করুন।

ধাপ-৭: এখন আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে গিয়ে ইমেলটি ভেরিফাই করে দিলেই পায়যা (এল্যার্ট-পে) এর অ্যাকাউন্টটি ব্যবহার করা যাবে।

Post a Comment

Previous Post Next Post